Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Prachin Bharat Ka Itihas PDF P16


Page 16

76. কোন বছর 'এশিয়াটিক সোসাইটি' র পত্তন হয় ?      
(A) 1784     
(B) 1785     
(C) 1794     
(D) 1796

Correct Answer: [A] 1784     ।
Add
77. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়  ?       
(A) মনু সংহিতা      
(B) ঋকবেদ     
(C) অথর্ব বেদ    
(D) শতপথ ব্রাহ্মণ
[WBCS - 2013]

Correct Answer: [B] ঋকবেদ     ।
Add
78. আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন ?      
(A) ১৬ মাস    
(B) ১৯ মাস    
(C) ২০ মাস    
(D) ২৪ মাস ।
[WBCS - 2011]

Correct Answer: [B] ১৯ মাস    ।
Add
79. ‘কাদম্বরী’ গ্রন্থের রচয়িতা ছিলেন  
(A) ক্ষেমেন্দ্র       
(B) কলহন       
(C) ভবভূতি      
(D) বাণভট্ট

Correct Answer: [D] বাণভট্ট।
Add
80. প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত ?        
(A) প্রাকৃত     
(B) সংস্কৃত   
(C) পালি    
(D) অর্ধ মাগধী ।
[WBCS - 2011]

Correct Answer: [C] পালি    ।
Add


0 Comments:

Post a Comment