Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Prachin Bharater Itihas in Bengali P15


Page 15

71. অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন     
(A) আলেকজান্ডার কানিংহাম     
(B) জেমস প্রিন্সেপ      
(C) ম্যাক্স ম্যুলার      
(D) মটিমর হুইলার
[WBCS - 2017]

Correct Answer: [B] জেমস প্রিন্সেপ      ।
Add
72. মৃচ্ছকটিকম' নাটকটির রচয়িতা ছিলেন ?     
(A) বিশাখদত্ত      
(B) শূদ্রক      
(C) বানভট্ট       
(D) ভাস
[WBCS - 2017]

Correct Answer: [D] ভাস।
Add
73. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণলাভ করেছিলেন ?     
(A) লুম্বিনী      
(B) সারনাথ      
(C) কুশীনগর      
(D) বোধগয়া

Correct Answer: [D] বোধগয়া।
Add
74. সমুদ্র গুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা ?      
(A) কলহন      
(B) বিলহন     
(C) বাণভট্ট    
(D) হরিষেণ
[WBCS - 2013]

Correct Answer: [D] হরিষেণ।
Add
75. এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন     
(A) সি এফ এন্ড্রুজ     
(B) রাজা রামমোহন রায়     
(C) স্যার উইলিয়াম জোন্স     
(D) উইলিয়াম মার্শাল

Correct Answer: [C] স্যার উইলিয়াম জোন্স     ।
Add


0 Comments:

Post a Comment