Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

প্রাচীন ভারতের ইতিহাস PDF Download P17


Page 17

81. কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?       
(A) সতীশ চন্দ্র      
(B) বিপান চন্দ্র      
(C) রামশরণ শর্মা      
(D) অমলেশ ত্রিপাঠী

Correct Answer: [C] রামশরণ শর্মা      ।
Add
82. নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত  ?     
(A) প্রথম চন্দ্রগুপ্ত    
(B) সমুদ্র গুপ্ত    
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত    
(D) স্কন্দগুপ্ত  
[WBCS 2019]

Correct Answer: [C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত    ।
Add
83. বৃহৎসংহিতা' গ্রন্থের রচয়িতা কে ?       
(A) আর্যভট্ট      
(B) বরাহমিহির      
(C) অমরসিংহ      
(D) ব্রহ্মগুপ্ত

Correct Answer: [B] বরাহমিহির      ।
Add
84. কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন  ?       
(A) সমুদ্রগুপ্ত      
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত      
(C) স্কন্দগুপ্ত      
(D) কুমারগুপ্ত

Correct Answer: [C] স্কন্দগুপ্ত      ।
Add
85. গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?      
(A) 12    
(B) 17     
(C) 5     
(D) 20
[WBCS 2019]

Correct Answer: [B] 17     ।
Add


0 Comments:

Post a Comment