Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Practice Sets of Modern Indian History For WBCS, WBHRB, WBSSC, WB Police, Rail in Bengali P48


Page 48

236. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার 'বন্দে মাতরম' গানটি গাওয়া হয় ?
(A) 1920 অধিবেশন
(B) 1906 অধিবেশন
(C) 1896 অধিবেশন
(D) 1922 অধিবেশন
[WBCS - 2019]

Correct Answer: [C] 1896 অধিবেশন।
Add
237. ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহন করেছিলেন ?
(A) লর্ড কর্নওয়ালিশ
(B) লর্ড বেন্টিঙ্ক
(C) লর্ড রিপন
(D) লর্ড কার্জন
[WBCS - 2011]

Correct Answer: [B] লর্ড বেন্টিঙ্ক।
Add
238. মুন্ডা বিদ্রোহ (উলগুলান) -এর নেতৃত্ব দেন—
(A) সিধো
(B) বিরসা
(C) বাপট
(D) কোরা মাল্লা
[WBCS - 2017]

Correct Answer: [B] বিরসা।
Add
239. মর্লে-মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়?
(A) 1907 সালে
(B) 1909 সালে
(C) 1911 সালে
(D) 1919 সালে
[WBCS - 2017]

Correct Answer: [B] 1909 সালে।
Add
240. মুসলিম লীগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেন না
(A) মুসলিমদের স্বতন্ত্র নির্বাচনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল ।
(B) এই পরিকল্পনা কংগ্রেস কর্তৃক গৃহীত হয়নি ।
(C) পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল ।
(D) মুসলিম লীগকে স্বীকৃতি দিয়েছিল ।
[WBCS - 2018]

Correct Answer: [C] পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল ।।
Add


0 Comments:

Post a Comment