Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Preparation in Bengali For SSC, WBPSC, State PSCs Exam P27


Page 27

131. ভারতের —— রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত ।
(A) বিহার
(B) ওডিশা
(C) কর্ণাটক
(D) রাজস্থান
[WBCS - 2018]

Correct Answer: [B] ওডিশা।
Add
132. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত
(A) রাঁচি
(B) খড়গপুর
(C) দিসপুর
(D) কোলকাতা
[WBCS - 2018]

Correct Answer: [D] কোলকাতা।
Add
133. অপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন
(A) আমেদাবাদের সরলা বেন
(B) রাজকোটের মিরা বেন
(C) সিরসির পাণ্ডুরাও হেগড়ে
(D) কৌসনির সুন্দরলাল বহুগুণা
[WBCS - 2018]

Correct Answer: [No Input] ।
Add
134. গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ —– % ।
(A) 1
(B) 3
(C) 5
(D) 7
[WBCS - 2018]

Correct Answer: [B] 3।
Add
135. আগ্রা দিয়ে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক এই নামে পরিচিত :
(A) NH-5
(B) NH-8
(C) NH-3
(D) NH-6
[WBCS - 2018]

Correct Answer: [C] NH-3।
Add


0 Comments:

Post a Comment