Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Preparation in Bengali For SSC, WBPSC, State PSCs Exam [Economy] P13


Page 13

61. নেটোর (NATO) প্রধান কার্যালয়
(A) নিউইয়র্ক
(B) ভিয়েনা
(C) ব্রাসেলস
(D) লন্ডন
[WBCS - 2013]

Correct Answer: [C] ব্রাসেলস।
Add
62. Marginal Workers তাদের বলে যারা
(A) বছরে 183 দিনের কম কাজ পায়
(B) বছরে 183 দিনের বেশী কাজ পায়
(C) বছরে 183 দিন কাজ পায়
(D) উপরোক্ত কোনটিই নয়
[WBCS - 2015]

Correct Answer: [A] বছরে 183 দিনের কম কাজ পায়।
Add
63. ভারতের রেল বাজেট হল
(A) কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ
(B) রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ
(C) কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2015]

Correct Answer: [C] কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা।
Add
64. যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋণদান করেন তবে তাকে বলে
(A) সামন্ততন্ত্র
(B) আধা- সামন্ততন্ত্র
(C) পুঁজিবাদী
(D) পুঁজিবাদী আবাদ
[WBCS - 2015]

Correct Answer: [No Input] ।
Add
65. NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটির সাথে জড়িত
(A) শিল্পের উন্নয়ন
(B) শহরের উন্নয়ন
(C) গ্রামের উন্নয়ন
(D) রেলের উন্নয়ন
[WBCS - 2015]

Correct Answer: [C] গ্রামের উন্নয়ন।
Add


0 Comments:

Post a Comment