Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Practice Set of Indian Geography For WBPSC Exam P29


Page 29

141. Plate Tectonics তত্ত্ব ব্যাখ্যা করে -
(A) পর্বতমালার সৃষ্টি
(B) সমুদ্রতলের ব্যাপ্তি
(C) ভূমিকম্পের সৃষ্টি
(D) উপরোক্ত সবকটি
[WBCS - 2015]

Correct Answer: [D] উপরোক্ত সবকটি।
Add
142. 2001 Census এ মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখন্ডিত করে সৃষ্টি হয়েছে
(A) নর্মদা উপত্যকা এবং ছত্রিশগড়
(B) মধ্যপ্রদেশ এবং নর্মদা উপত্যকা
(C) মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়
(D) মধ্যপ্রদেশ এবং বিধর্ব
[WBCS - 2015]

Correct Answer: [C] মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়।
Add
143. টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা Survey of India -র প্রধান অফিস হল
(A) মুসৌরীতে
(B) সিমলায়
(C) দেহরাদুনে
(D) নৈনীতালে
[WBCS - 2015]

Correct Answer: [C] দেহরাদুনে।
Add
144. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে
(A) উত্তরে
(B) উত্তর এবং উত্তর পূর্বে
(C) উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে
(D) উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে
[WBCS - 2015]

Correct Answer: [D] উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে।
Add
145. তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকবার কারণ
(A) এই রাজ্যের দীর্ঘতম সমুদ্রতট
(B) জলের গভীরতা বেশী
(C) তীরে কিছু উপসাগর আছে
(D) তীর rocky নয়
[WBCS - 2015]

Correct Answer: [B] জলের গভীরতা বেশী।
Add


0 Comments:

Post a Comment