Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Selected MCQ of Modern Indian History For WB Govt Job P43


Page 43

211. নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ?
(A) ব্রাহ্মসমাজ
(B) আর্য সমাজ
(C) রামকৃষ্ণ মিশন
(D) উপরোক্ত সবকটি
[WBCS - 2016]

Correct Answer: [D] উপরোক্ত সবকটি।
Add
212. নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গবিভাগের অব্যবহিত পরে সংঘঠিত হয়েছিল ?
(A) অসহযোগ আন্দোলন
(B) স্বদেশী আন্দোলন
(C) আইন অমান্য আন্দোলন
(D) গদর আন্দোলন
[WBCS - 2019]

Correct Answer: [B] স্বদেশী আন্দোলন।
Add
213. নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন ?
(A) স্বরাজ দল
(B) 1936 -এ কংগ্রাস
(C) 1942 -এ মুসলিম লীগ
(D) 1946 -এ সর্বদলীয় সম্মেলন
[WBCS - 2018]

Correct Answer: [A] স্বরাজ দল।
Add
214. নিম্নলিখিত কোনটি ভারতের ইংরেজি শিক্ষার 'ম্যাগনা কার্টা' নামে পরিচিত?
(A) 1813 সালের আইনের চার্টার
(B) 1882 সালের ভারতীয় শিক্ষা কমিশনের রিপোর্ট।
(C) 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন
(D) 1854 এর শিক্ষাগত ডিপ্যাচ

Correct Answer: [D] 1854 এর শিক্ষাগত ডিপ্যাচ।
Add
215. নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন ?
(A) মধুসূদন দত্ত
(B) রেভ. জেমস লং
(C) হারিস চন্দ্র মুখার্জী
(D) কালীপ্রসন্ন সিংহ
[WBCS - 2011]

Correct Answer: [A] মধুসূদন দত্ত।
Add


0 Comments:

Post a Comment