Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Selected MCQ of Modern Indian History Form Previous Year Exam P49


Page 49

241. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে?
(A) অক্টোবর, 1946
(B) নভেম্বর, 1946
(C) ডিসেম্বর, 1946
(D) জানুয়ারী, 1947
[WBCS - 2015]

Correct Answer: [A] অক্টোবর, 1946।
Add
242. রয়েল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল
(A) 1784
(B) 1761
(C) 1771
(D) 1790

Correct Answer: [A] 1784।
Add
243. লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী’ বলে উল্লেখ করেন ?
(A) আবদুল গফ্ফর খান
(B) সুভাষ চন্দ্র বসু
(C) শরৎ বসু
(D) এম. কে. গান্ধী
[WBCS - 2015]

Correct Answer: [D] এম. কে. গান্ধী।
Add
244. শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ?
(A) লর্ড মেয়ো
(B) লর্ড হার্ডিঞ্জ
(C) লর্ড নর্থব্রুক
(D) লর্ড লিটন
[WBCS - 2011]

Correct Answer: [A] লর্ড মেয়ো।
Add
245. সংবিধান সভার সভাপতি কে ছিলেন ?
(A) বি.আর.আম্মেদকর
(B) জহরলাল
(C) রাজেন্দ্রপ্রসাদ
(D) ফিরোজশা মেহতা
[WBCS - 2011]

Correct Answer: [C] রাজেন্দ্রপ্রসাদ।
Add


0 Comments:

Post a Comment