Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Selected MCQ on Indian Economy For Govt Exam P7


Page 7

31. অর্থনৈতিক সংস্কার' ভারতে কোন সালে অনুসৃত হয় ?
(A) 1889
(B) 1990
(C) 1991
(D) 1992
[WBCS - 2017]

Correct Answer: [C] 1991।
Add
32. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —
(A) হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর
(B) সোলোর তত্ত্ব নির্ভর
(C) মহলানবীশ তত্ত্ব নির্ভর
(D) মহাত্মা গান্ধির দর্শন নির্ভর
[WBCS - 2017]

Correct Answer: [C] মহলানবীশ তত্ত্ব নির্ভর।
Add
33. ভারতের মোট আভ্যন্তরীন সঞ্চয়ে সর্বাধিক অবদান হল—
(A) পরিবার ক্ষেত্রের
(B) বেসরকারি শিল্পক্ষেত্রের
(C) সরকারি ক্ষেত্রের
(D) বৈদেশিক ক্ষেত্রে
[WBCS - 2017]

Correct Answer: [A] পরিবার ক্ষেত্রের।
Add
34. ভারতে কর্মরত জনসংখ্যার 50% এরও বেশি নির্ভর করে —
(A) প্রাথমিক ক্ষেত্রের উপর
(B) সরকারি ক্ষেত্রের উপর
(C) তৃতীয় পর্যায়ভুক্ত ক্ষেত্রের উপর
(D) শিল্পক্ষেত্রের উপর
[WBCS - 2017]

Correct Answer: [A] প্রাথমিক ক্ষেত্রের উপর।
Add
35. ভারতের রেপো হার ঘোষণা করেন —
(A) ভারত সরকারের অর্থদপ্তর
(B) ভারতের প্রধানমন্ত্রী
(C) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
(D) ভারতের রাষ্ট্রপতি
[WBCS - 2017]

Correct Answer: [C] ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
Add


0 Comments:

Post a Comment