Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Selected MCQ on Indian Geography For Govt Exam P35


Page 35

171. গাঙ্গুবাঈ হাঙ্গল ছিলেন ------- ঘরানার শিল্পী ।
(A) আগ্রা
(B) গোয়ালিয়র
(C) মেওয়াট
(D) কিরানা
[WBCS - 2011]

Correct Answer: [D] কিরানা।
Add
172. আঁধি' নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে ।
(A) পাঞ্জাব
(B) পশ্চিমবঙ্গ
(C) আসাম
(D) উত্তরপ্রদেশ
[WBCS - 2011]

Correct Answer: [D] উত্তরপ্রদেশ।
Add
173. পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য
(A) মালদা
(B) দার্জিলিং
(C) বাঁকুড়া
(D) হাওড়া
[WBCS - 2011]

Correct Answer: [B] দার্জিলিং।
Add
174. বাঁকুড়ায় মৃত্তিকা হচ্ছে
(A) 'পডজলিক মৃত্তিকা
(B) অ্যালুভিয়াল মৃত্তিকা
(C) ল্যাটারিটিক মৃত্তিকা
(D) সিল্টি মৃত্তিকা
[WBCS - 2011]

Correct Answer: [C] ল্যাটারিটিক মৃত্তিকা।
Add
175. মধ্যপ্রদেশে উৎপন্ন 'বক্সাইট' ব্যবহৃত হয়
(A) ব্রোঞ্জ উৎপাদনে
(B) অ্যালুমিনিয়াম উৎপাদনে
(C) তামা উৎপাদনে
(D) অভ্র উৎপাদনে
[WBCS - 2011]

Correct Answer: [B] অ্যালুমিনিয়াম উৎপাদনে।
Add


0 Comments:

Post a Comment