Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Selected MCQ on Indian Geography For WBPSC Exam P19


Page 19

91. ট্রোপোপোজ (Tropopause) হল —
(A) ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী অংশ
(B) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উপরে একটি প্রাকৃতিক ছত্র
(C) A এবং B উভয়েই সত্য
(D) A এবং B কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [A] ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী অংশ।
Add
92. নীচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু ?
(A) জাভাদি পর্বতমালা
(B) আনাইমালাই পর্বতমালা
(C) নীলগিরি পর্বতমালা
(D) শিভারয় পর্বতমালা
[WBCS - 2016]

Correct Answer: [C] নীলগিরি পর্বতমালা।
Add
93. ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে —
(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) রাজস্থান
(D) গুজরাট
[WBCS - 2016]

Correct Answer: [C] রাজস্থান।
Add
94. ভারতের কোন রাজ্যে Tank irrigation -এর শতকরা হার সর্বাধিক ?
(A) তামিলনাড়ু
(B) পশ্চিমবঙ্গ
(C) কেরালা
(D) কর্ণাটক
[WBCS - 2016]

Correct Answer: [A] তামিলনাড়ু।
Add
95. কোন পর্বতশ্রেণির ভিন্ন ঢালে (দুই দিকের) স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ?
(A) আরাবল্লী
(B) বিন্ধ্য
(C) পূর্বঘাট
(D) পশ্চিমঘাট
[WBCS - 2016]

Correct Answer: [D] পশ্চিমঘাট।
Add


0 Comments:

Post a Comment