Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Selected MCQ on Indian Polity For Govt Exam P21


Page 21

101. 2014-15 সালে ভারতের জাতীয় আয়ের কত শতাংশ স্থূল রাজস্ব ঘাটতি ?
(A) 6.9
(B) 5
(C)
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [No Input] ।
Add
102. 1911-1921 -এ পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল —
(A) +6.31
(B) -1.77
(C) +4.99
(D) -2.91%
[WBCS - 2016]

Correct Answer: [D] -2.91%।
Add
103. লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন ?
(A) কেন্দ্রীয় মন্ত্রী
(B) রাজ্যপাল
(C) উচ্চ ন্যায়ালয়ের বিচারক
(D) উচ্চতম ন্যায়ালয়ের বিচারক
[WBCS - 2015]

Correct Answer: [A] কেন্দ্রীয় মন্ত্রী।
Add
104. কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় ?
(A) 1793 -র চার্টার আই
(B) 1813 -র চার্টার আইন
(C) 1833 -র চার্টার আইন
(D) 1784 -র পীটের ভারত আইন
[WBCS - 2013]

Correct Answer: [B] 1813 -র চার্টার আইন।
Add
105. ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে
(A) কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজে
(B) রাজ্য সরকারের বার্ষিক বাজেট
(C) সংবিধান সংশোধন
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2013]

Correct Answer: [B] রাজ্য সরকারের বার্ষিক বাজেট।
Add

0 Comments:

Post a Comment