Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WB Govt Jobs Online Preparation in Bengali P12


Page 12

56. বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন —    
(A) কৌটিল্য      
(B) নচিকেতা     
(C) চরক     
(D) জীবক
[WBCS - 2016]

Correct Answer: [D] জীবক।
Add
57. পুরানা সংখ্যা কটি ?
(A) 43
(B) 10
(C) 11
(D) 18
[WBCS - 2013]

Correct Answer: [D] 18।
Add
58. প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের মহান পণ্ডিত ছিলেন ?
(A) চারক
(B) বাগবট্টা
(C) রুদ্রসেনা
(D) বারহামহীর
[WBCS - 2011]

Correct Answer: [A] চারক।
Add
59. নিম্নলিখিত কোনটি দেবদেবী ঋগ্বেদে উল্লেখ ছিলোনা ?
(A) শিব
(B) আদিতি
(C) ইন্দ্র
(D) মারাত

Correct Answer: [A] শিব।
Add
60. গুপ্ত সময়ের বিখ্যাত গণিতবিদ ছিলেন ?
(A) রুদ্রসেনা
(B) ভবঘুটি
(C) কালখানা
(D) আর্যবট্ট
[WBCS - 2011]

Correct Answer: [D] আর্যবট্ট।
Add


0 Comments:

Post a Comment