Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBCS জন্য আধুনিক ভারতীয় ইতিহাস এমসিকিউ পিডিএফ P27


Page 27

131. কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ?
(A) 1918
(B) 1920
(C) 1921
(D) 1924
[WBCS - 2013]

Correct Answer: [A] 1918।
Add
132. যুক্ত সার্বভৌম বাংলা' র একজন প্রবক্তা কে ছিলেন ?
(A) এইচ.এস. সুরাওয়ার্দি
(B) শ্যামাপ্রসাদ মুখার্জী
(C) মৌলানা আবুল কালাম আজাদ
(D) উপরের কেহই নন
[WBCS - 2013]

Correct Answer: [A] এইচ.এস. সুরাওয়ার্দি।
Add
133. দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন—
(A) হরিপুরায়
(B) ত্রিপুরীতে
(C) ওয়ার্ধায়
(D) পাটনায়
[WBCS - 2012]

Correct Answer: [B] ত্রিপুরীতে।
Add
134. দলিত নেতাদের মধ্যে কে জীবনসায়াহ্নে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধধর্ম গ্রহণ করেন ?
(A) জগজীবন রাম
(B) ভোলা পাশোয়ান
(C) বি.আর. আম্বেদকর
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [C] বি.আর. আম্বেদকর।
Add
135. ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল ?
(A) 1944 খ্রী: -রডিসেম্বর
(B) 1945 খ্রী: -র ফেব্রুয়ারী
(C) 1946 খ্রী: -র ফেব্রুয়ারী
(D) 1946 খ্রী: -র আগস্ট
[WBCS - 2012]

Correct Answer: [C] 1946 খ্রী: -র ফেব্রুয়ারী।
Add


0 Comments:

Post a Comment