Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Exam Preparation in Bengali (ভারতীয় ভূগোল) P4


Page 4

16. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত—
(A) তরাই ও ডুয়ার্স
(B) বারেন্দ্রভূমি
(C) দিয়ারা
(D) বাগরী ।
[WBCS - 2011]

Correct Answer: [A] তরাই ও ডুয়ার্স।
Add
17. ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে—
(A) হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য
(B) জলবিদ্যুৎ উত্পাদনের জন্য
(C) চাষের জমিতে জল সরবরাহের জন্য
(D) উপরের কোনটিই নয় ।
[WBCS - 2011]

Correct Answer: [A] হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য।
Add
18. কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে 'ভারতের রূঢ়' বলা হয় ?
(A) ভিলাই
(B) দুর্গাপুর
(C) রাউরকেল্লা
(D) জামশেদপুর ।
[WBCS - 2011]

Correct Answer: [B] দুর্গাপুর।
Add
19. ডানকান প্রণালী' নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?
(A) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(B) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
(C) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
(D) আমিনদিভি ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ ।
[WBCS - 2011]

Correct Answer: [B] দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান।
Add
20. নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?
(A) লেগুন
(B) গিরিখাত
(C) চ্যুতি
(D) মিয়েন্ডার ।
[WBCS - 2011]

Correct Answer: [D] মিয়েন্ডার ।।
Add


0 Comments:

Post a Comment