Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Exam Preparation in Bengali | Indian Geography P21


Page 21

101. পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে —
(A) সার কারখানা
(B) লৌহ ও ইস্পাত শিল্প
(C) লোকোমোটিভ কারখানা
(D) সিমেন্ট কারখানা ।
[WBCS - 2011]

Correct Answer: [C] লোকোমোটিভ কারখানা।
Add
102. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যা আসে—
(A) আরব সাগরীয় প্রবাহের ফলে
(B) বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
(C) প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা
(D) পশ্চিমী ঝঞ্ঝার ফলে ।
[WBCS - 2011]

Correct Answer: [B] বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে।
Add
103. পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল—
(A) মালদা
(B) জলপাইগুড়ি
(C) দার্জিলিং
(D) কোচবিহার ।
[WBCS - 2011]

Correct Answer: [C] দার্জিলিং।
Add
104. পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত—
(A) আসাম ও বাংলাদেশ
(B) বিহার ও ঝাড়খন্ড
(C) সিকিম ও ভূটান
(D) ওড়িষ্যা ও ঝাড়খন্ড ।
[WBCS - 2011]

Correct Answer: [A] আসাম ও বাংলাদেশ।
Add
105. লাদাক অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ?
(A) শ্রীনগর
(B) টিসকি
(C) মানালি
(D) লে।
[WBCS - 2011]

Correct Answer: [D] লে।।
Add


0 Comments:

Post a Comment