Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Exam Preparation in Bengali | Indian Polity P15


Page 15

71. পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয় ?
(A) 1773
(B) 1781
(C) 1784
(D) 1858
[WBCS - 2015]

Correct Answer: [C] 1784।
Add
72. রাজ্যের আইন সভার উপরের কক্ষটির নাম হল
(A) লোকসভা
(B) রাজ্যসভা
(C) বিধান সভা
(D) বিধান পরিষদ
[WBCS - 2015]

Correct Answer: [D] বিধান পরিষদ।
Add
73. ভারত রাষ্ট্র ব্যবস্থা হল
(A) গণতান্ত্রিক
(B) একনায়কতান্ত্রিক
(C) সামরিক
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2013]

Correct Answer: [A] গণতান্ত্রিক।
Add
74. ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে ?
(A) 26 জানুয়ারী 1950
(B) 2 অক্টোবর 194
(C) 15 আগস্ট 1947
(D) 3 ডিসেম্বর 1972
[WBCS - 2013]

Correct Answer: [C] 15 আগস্ট 1947।
Add
75. ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল
(A) যুক্ত রাষ্ট্রীয় (Federal)
(B) একরাষ্ট্রীয় (Unitary)
(C) আধা সামন্ততান্ত্রিক (Semi-feudal)
(D) কোনটিই নয়
[WBCS - 2013]

Correct Answer: [A] যুক্ত রাষ্ট্রীয় (Federal)।
Add

0 Comments:

Post a Comment