Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Exam Preparation Online Indian Economy in Bengali P2


Page 2

6. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?
(A) তৃতীয়
(B) চতুর্থ
(C) পঞ্চম
(D) ষষ্ঠ ।
[WBCS - 2011]

Correct Answer: [A] তৃতীয়।
Add
7. ঘুর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল—
(A) 1978 - 83
(B) 1973 - 78
(C) 1970 - 75
(D) 1980 - 85 ।
[WBCS - 2011]

Correct Answer: [A] 1978 - 83।
Add
8. পরিকল্পনা কমিশন একটি
(A) রাজনৈতিক প্রতিষ্ঠান
(B) সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান
(C) অরাজনৈতিক প্রতিষ্ঠান
(D) আধা রাজনৈতিক প্রতিষ্ঠান ।
[WBCS - 2011]

Correct Answer: [C] অরাজনৈতিক প্রতিষ্ঠান।
Add
9. কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময়ে মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে ?
(A) আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যবস্থা
(B) পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক
(C) ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [C] ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার।
Add
10. উচ্চ জন্মহার নিম্নোক্ত কোন বিষয়টির সঙ্গে সম্পর্ক যুক্ত ?
(A) মহিলা স্বাক্ষরতার উচ্চহার
(B) মহিলা স্বাক্ষরতার নিম্নহার
(C) পুরুষ স্বাক্ষরতার উচ্চহার
(D) উপরোক্ত কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [B] মহিলা স্বাক্ষরতার নিম্নহার।
Add


0 Comments:

Post a Comment