Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Exam Preparation Online Indian Polity in Bengali P6


Page 6

26. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে—
(A) ভারতের রাষ্ট্রপতি
(B) লোকসভা
(C) ভারতের প্রধান বিচারপতি
(D) আইন কমিশন
[WBCS - 2019]

Correct Answer: [B] লোকসভা।
Add
27. ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে ?
(A) 245 ধার
(B) 280 ধারা
(C) 356 ধারা
(D) 370 ধারা
[WBCS - 2011]

Correct Answer: [B] 280 ধারা।
Add
28. গণপরিষদের সভাপতি কে ছিলেন ?
(A) বি.আর. আম্বেদকর
(B) সি. রাজাগোপালাচার
(C) রাজেন্দ্র প্রসাদ
(D) জহরলাল নেহরু
[WBCS - 2015]

Correct Answer: [C] রাজেন্দ্র প্রসাদ।
Add
29. পঞ্চায়েতগুলি ——
(A) কেবল কর ধার্য করতে পারে
(B) কোনো কর ধার্য করতে পারে না
(C) কেবল সরকারি অনুদান পায়
(D) কর, শুল্ক, তোলা এবং ফী ধার্য এবং আদায় করতে পারে ।
[WBCS - 2011]

Correct Answer: [D] কর, শুল্ক, তোলা এবং ফী ধার্য এবং আদায় করতে পারে ।।
Add
30. পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় ?
(A) লোকসভার অনুমোদন
(B) অর্থমন্ত্রীর অনুমোদন
(C) রাজ্যসভার অনুমোদন
(D) এর কোনোটিই নয়
[WBCS - 2017]

Correct Answer: [B] অর্থমন্ত্রীর অনুমোদন।
Add

0 Comments:

Post a Comment