Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Important MCQ of Indian Geography P26


Page 26

126. ধনেখালি কী জন্য বিখ্যাত ?
(A) তাঁত শিল্পের জন্য
(B) কাগজ শিল্পের জন্য
(C) পাট শিল্পের জন্য
(D) চর্ম শিল্পের জন্য
[WBCS - 2019]

Correct Answer: [A] তাঁত শিল্পের জন্য।
Add
127. ভারতের Central Inland Water Transport Corporation -এর সদর দপ্তরটি অবস্থিত
(A) এলাহাবাদে
(B) কলকাতায়
(C) কোচিনে
(D) মুম্বাই-এ
[WBCS - 2019]

Correct Answer: [B] কলকাতায়।
Add
128. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি
(A) আন্দামান দ্বীপ
(B) নিকোবর দ্বীপ
(C) ব্যারন দ্বীপ
(D) পাম্বন দ্বীপ
[WBCS - 2018]

Correct Answer: [C] ব্যারন দ্বীপ।
Add
129. ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে :
(A) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত
(B) কাশ্মীর উপত্যকা
(C) উত্তর কাশ্মীর সমভূমি
(D) পুঞ্চ
[WBCS - 2018]

Correct Answer: [A] পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত।
Add
130. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়
(A) লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ
(B) হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ
(C) চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
(D) খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
[WBCS - 2018]

Correct Answer: [No Input] ।
Add


0 Comments:

Post a Comment