Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Important MCQ of Indian Polity For WBPSC P18


Page 18

86. নীচের দেওয়া বিবৃতিগুলি বিবেচনা করুন : 1. ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি বিবৃত আছে 2. সংবিধানে সম্পত্তির অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি / কোন গুলি সঠিক ?
(A) শুধুমাত্র 1
(B) শুধুমাত্র 2
(C) 1 এবং 2 উভয়েই
(D) 1 এবং 2 এর কোনটিই নয়
[WBCS - 2011]

Correct Answer: [A] শুধুমাত্র 1।
Add
87. ভারতীয় সংবিধানের 109তম সংশোধনটি ---------- এর সঙ্গে সম্পর্কিত ।
(A) রাষ্ট্রপতির ক্ষমতা
(B) ভোটার বয়স
(C) তপসিলী জাতি ও জনজাতিদের সংরক্ষণ
(D) সরকারী ভাষা
[WBCS - 2011]

Correct Answer: [C] তপসিলী জাতি ও জনজাতিদের সংরক্ষণ।
Add
88. ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হল
(A) আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রসাশন
(B) কতক্গুলি রাজ্যের তপশীলভুক্ত এলাকাগুলির প্রসাশন ও নিয়ন্ত্রণ
(C) কোন কোন ক্ষমতা এবং বিষয় কেন্দ্র ও রাজ্যগুলির অধীনে থাকবে
(D) দলত্যাগের কারণে কখন পদ বাতিল হবে
[WBCS - 2011]

Correct Answer: [B] কতক্গুলি রাজ্যের তপশীলভুক্ত এলাকাগুলির প্রসাশন ও নিয়ন্ত্রণ।
Add
89. ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে —
(A) Preamble to the Constitution -এ .
(B) Directive Principles of State Policy -এ
(C) Fundamental Duties -এ .
(D) Ninth Schedule -এ .
[WBCS - 2019]

Correct Answer: [B] Directive Principles of State Policy -এ।
Add
90. ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে (লোকসভার টেবিলে) উপস্থাপন করা নিম্নলিখিতগুলি — 1. Recommendations of Union Finance Commission ( কেন্দ্রীয় ফিন্যান্স কমিশনের সুপারিশগুলি ) 2. Public Accounts Committee -এর Report 3. Comptroller and Auditor General -এর Report 4. National Scheduled Caste Commission -এর Report Which of the statements given above is/are correct ?
(A) কেবলমাত্র 1
(B) 2 এবং
(C) 1, 3 এবং 4
(D) 1, 2, 3 এবং 4
[WBCS - 2019]

Correct Answer: [C] 1, 3 এবং 4।
Add

0 Comments:

Post a Comment