Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Medieval Indian History MCQ in Bengali P19


Page 19

91. কার রাজত্বকালে ‘জবত’ ভূমি ব্যবস্থার প্রচলন হয় ?
(A) আলাউদ্দিন খিলজি      
(B) শেরশাহ       
(C) আকবর       
(D) শাহজাহান
[WBCS - 2015]

Correct Answer: [C] আকবর       ।
Add
92. ইস্ট ইন্ডিয়া কোম্পানী কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে ?       
(A) জাহাঙ্গীর     
(B) শাজাহান    
(C) ঔরঙ্গজেব     
(D) প্রথম বাহাদুর শাহ  ।
[WBCS - 2011]

Correct Answer: [A] জাহাঙ্গীর     ।
Add
93. আদিগ্রন্থ কী ?    
(A)   শিখদের একটি ধর্মীয় পুস্তক    
(B)   মানুষের ব্যবহারের মৌলিক বিধি সমন্বিত একটি পুস্তক    
(C)   মধ্যযুগের ব্যবহারের শাসকদের জন্য একটি পুস্তক    
(D)   উপরের কোনোটিই নয় 
[WBCS - 2011]

Correct Answer: [A]   শিখদের একটি ধর্মীয় পুস্তক    ।
Add
94. যুদ্ধক্ষেত্রে 'রুমি' কৌশল ব্যবহার করেছিলেন ?
(A) শের শাহ
(B) উরঙ্গজেব
(C) বাবর
(D) আকবর
[WB Gr. D - 2017]

Correct Answer: [C] বাবর।
Add
95. যুদ্ধক্ষেত্রে 'রুমি' কৌশল ব্যবহার করেছিলেন ?
(A) শের শাহ
(B) উরঙ্গজেব
(C) বাবর
(D) আকবর
[WB Gr. D - 2017]

Correct Answer: [C] বাবর।
Add


0 Comments:

Post a Comment