Thursday, 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

West Bengal Government Exam Online Preparation P37


Page 37

181. কে 'সোমপ্রকাশ' সংবাদপত্রটি শুরু করেন ?
(A) দয়ানন্দ সরস্বতী
(B) রাজা রামমোহন রায়
(C) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
[WBCS - 2016]

Correct Answer: [C] ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
Add
182. কে হিন্দু পুনরুজ্জীবনের মুখপাত্রদের (spokesmen of Hindu Revivalism) মধ্যে সর্বাধিক গণ্য একজন ?
(A) দয়ানন্দ সরস্বতী
(B) স্বামী বিবেকানন্দ।
(C) লালা হান্সরাজ
(D) রামমোহন রায়

Correct Answer: [A] দয়ানন্দ সরস্বতী।
Add
183. কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন ?
(A) রয়্যাল টাইটেলস অ্যাক্ট, 1876
(B) অ্যাক্ট অফ 1858
(C) কাউন্সিল অ্যাক্ট,1861
(D) অ্যাক্ট অফ 1872
[WBCS - 2011]

Correct Answer: [B] অ্যাক্ট অফ 1858।
Add
184. কোন বিখ্যাত বাঙালি সাংবাদিক নীল চাষীদের সমর্থনে পত্রিকাতে প্রতিবেদন লিখতেন ?
(A) হরিশ মুখার্জী
(B) সিসির কুমার ঘোষ।
(C) ইশ্বর চন্দ্র গুপ্ত
(D) শিবনাথ শাস্ত্রী

Correct Answer: [A] হরিশ মুখার্জী।
Add
185. কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রাণীকে ভারত-সম্রাজ্ঞীরূপে ঘোষনা করা হয়েছিল ?
(A) 1876-77 খ্রীঃ
(B) 1911খ্রীঃ
(C) 1921খ্রীঃ
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2011]

Correct Answer: [A] 1876-77 খ্রীঃ।
Add


0 Comments:

Post a Comment