Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

West Bengal Govt Job Preparation For Graduates Student P18


Page 18

86. জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান —
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) সপ্তম
(D) অষ্টম
[WBCS - 2017]

Correct Answer: [C] সপ্তম।
Add
87. ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায় ?
(A) গম
(B) ধান
(C) তৈলবীজ
(D) ভুট্টা
[WBCS - 2017]

Correct Answer: [A] গম।
Add
88. দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো—
(A) মিজোরাম
(B) মণিপুর
(C) নাগাল্যান্ড
(D) অরুণাচল প্রদেশ
[WBCS - 2017]

Correct Answer: [D] অরুণাচল প্রদেশ।
Add
89. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি ?
(A) রূপনারায়ণ
(B) সুবর্ণরেখা
(C) দামোদর
(D) কয়না
[WBCS - 2016]

Correct Answer: [C] দামোদর।
Add
90. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?
(A) মুর্শিদাবাদ
(B) নদিয়া
(C) মালদা
(D) পুরুলিয়া
[WBCS - 2016]

Correct Answer: [B] নদিয়া।
Add


0 Comments:

Post a Comment