Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

West Bengal Police Constable Mock Test in Bengali P17


Page 17

81. এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো—
(A) মুম্বাই
(B) দিল্লি
(C) কলকাতা
(D) চেন্নাই
[WBCS - 2017]

Correct Answer: [A] মুম্বাই।
Add
82. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে—
(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
(B) লোহিত বা লাল মৃত্তিকা
(C) কৃষ্ণ মৃত্তিকা
(D) পলি মৃত্তিকা
[WBCS - 2017]

Correct Answer: [D] পলি মৃত্তিকা।
Add
83. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়—
(A) জুন মাসের 1 - 5 তারিখের মধ্যে
(B) জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
(C) জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে
(D) জুন মাসের 15 - 20 তারিখের মধ্যে
[WBCS - 2017]

Correct Answer: [B] জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে।
Add
84. মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে —
(A) মহারাষ্ট্র ও গুজরাট
(B) তামিলনাড়ু ও কেরল
(C) ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ
(D) গুজরাট ও রাজস্থান
[WBCS - 2017]

Correct Answer: [B] তামিলনাড়ু ও কেরল।
Add
85. নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে ?
(A) চেন্নাই
(B) বিশাখাপত্তনম
(C) হলদিয়া
(D) নব তুতিকোরিন
[WBCS - 2017]

Correct Answer: [B] বিশাখাপত্তনম।
Add


0 Comments:

Post a Comment