Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

West Bengal Police Main Exam Practice Set P19


Page 19

91. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?       
(A) ফাসিয়ান (ফা-হিয়েন)     
(B) সুয়ান জাং (হিউয়েন সাঙ)     
(C) মেগাস্থিনিস      
(D) স্ট্রাবো

Correct Answer: [C] মেগাস্থিনিস      ।
Add
92. বুদ্ধ জন্মগ্রহণ করেন       
(A) খ্রী পূঃ 523     
(B) খ্রী পূঃ 563     
(C) খ্রী পূঃ 623     
(D) খ্রী পূঃ 602
[WBCS - 2018]

Correct Answer: [A] খ্রী পূঃ 523     ।
Add
93. কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?       
(A) অঙ্গ      
(B) কোশল       
(C) মগধ      
(D) অবন্তি

Correct Answer: [C] মগধ      ।
Add
94. আইহোল প্রশস্তি' কে রচনা করেন ?      
(A) কৌটিল্য     
(B) রবিকীর্তি    
(C) হরিষেণ    
(D) ন্যায়নিকার
[WBCS - 2018]

Correct Answer: [B] রবিকীর্তি    ।
Add
95. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?       
(A) সুরকোটাডা       
(B) লোথাল       
(C) ধোলাভিরা       
(D) বানওয়ালি

Correct Answer: [D] বানওয়ালি।
Add


0 Comments:

Post a Comment