Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

West Bengal Police Practice Set PDF P20


Page 20

96. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল ?
(A) হরপ্পা       
(B) লোথাল      
(C) ধোলাভিরা      
(D) সুর্কোটাডা

Correct Answer: [B] লোথাল      ।
Add
97. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?        
(A) লোথাল     
(B) হরপ্পা     
(C) মহেঞ্জোদারো    
(D) কালিবঙ্গান 

Correct Answer: [C] মহেঞ্জোদারো    ।
Add
98. গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন      
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত     
(B) বিষ্ণুগুপ্ত     
(C) প্রথম চন্দ্রগুপ্ত      
(D) স্কন্দগুপ্ত
[WBCS - 2017]

Correct Answer: [A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত     ।
Add
99. সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল—      
(A) সোপারা     
(B) তাম্রলিপ্ত   
(C) কালিকট    
(D) কোচিন ।
[WBCS - 2011]

Correct Answer: [A] সোপারা     ।
Add
100. এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ ?
(A) সুত্ত পিটক      
(B) বিনয় পিটক       
(C) অভিধম্ম পিটক      
(D) দীপবংশ

Correct Answer: [D] দীপবংশ।
Add


0 Comments:

Post a Comment