Saturday 22 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBCS এক্সামের জন্য আধুনিক ভারতের ইতিহাস MCQ PDF P3


Page 3

11. পথের দাবি' -র লেখক কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
(C) সতীনাথ ভাদুড়ি
(D) তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
[WBCS - 2011]

Correct Answer: [B] শরত্চন্দ্র চট্টোপাধ্যায়।
Add
12. প্রার্থনা সমাজ' প্রতিষ্ঠা করেন ?
(A) এম.জি. রানাডে
(B) আত্মারাম পান্ডুরাঙ
(C) রামমোহন রায়
(D) কেশব সেন
[WBCS - 2013]

Correct Answer: [B] আত্মারাম পান্ডুরাঙ।
Add
13. বাংলাদেশ রাষ্ট্র' তৈরী হয় কোন বছরে ?
(A) 1956
(B) 1971
(C) 1990
(D) 1947
[WBCS - 2013]

Correct Answer: [B] 1971।
Add
14. বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন—
(A) এ.কে. ফজলুল হক
(B) মুজাফফর আমেদ
(C) আবদুল হালিম
(D) হুমায়ুন কবীর
[WBCS - 2012]

Correct Answer: [B] মুজাফফর আমেদ।
Add
15. বাংলায় 'নীল বিদ্রোহ' ঘটেছিল এই বছর—
(A) 1859
(B) 1860
(C) 1863
(D) 1869।
[WBCS - 2011]

Correct Answer: [A] 1859।
Add


0 Comments:

Post a Comment