Wednesday 23 October 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

প্রাচীন ভারতীয় ইতিহাস প্রশ্নোত্তর For WBPSC, WB Group D, WBHRB Exam P3


Page 3

11. সত্যমেব জয়তে' কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(A) বুদ্ধচরিত
(B) অর্থশাস্ত্র
(C) মুণ্ডক উপনিষদ
(D) মহাভারত

Correct Answer: [C] মুণ্ডক উপনিষদ।
Explanation: উপনিষদ মোটামুটি 800 BC থেকে 300 BC মধ্যে লেখা হয়েছে।বেদের দার্শনিক ব্যাখ্যার উদ্দেশে বেদের অন্তপর্বে রচিত হওয়ায় একে বেদান্ত বলে।
Add
12. সিন্ধু সভ্যতা হল
(A) মধ্য প্রস্তের / Mesolithic যুগের
(B) তাম্র-প্রস্তর / Chalcolithic যুগের
(C) নতুন প্রস্তের / নিওলিথিক যুগের
(D) পুরানো প্রস্তের / Paleolithic যুগের
[WBCS - 2013]

Correct Answer: [B] তাম্র-প্রস্তর / Chalcolithic যুগের।
Add
13. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত
(A) প্রাকৃত
(B) সংস্কৃত
(C) পালি
(D) অর্ধ-মাগধী

Correct Answer: [C] পালি।
Add
14. বৌদ্ধদের ধর্মগ্রন্থ হল ত্রিপিটক। পিটক কথার অর্থ হল?
(A) গ্রন্থ
(B) সত্য
(C) সিদ্ধান্ত
(D) ঝুড়ি

Correct Answer: [D] ঝুড়ি।
Explanation: বৌদ্ধের মৃত্যুর পরে অজাতশত্রু দ্বারা আয়োজিত প্রথম বৌদ্ধ সম্মেলনে সূত্ত-পিটক (বুদ্ধের উপদেশাবলীর সংকলন), বিনয়পিটক (বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্য ও সংঘের নিয়মাবলীর সংকলন)। সম্রাট অশোক দ্বারা আয়োজিত তৃতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধর দার্শনিক তত্বের সংকলনে রচিত হয় অভিধর্ম-পিটক। ত্রিপিটক পালি ভাষায় রচিত বৌদ্ধ ধর্মগ্রন্থ। পিটক শব্দের অর্থ ঝুড়ি।
Add
15. বৌদ্ধ ভিক্ষুক নাগসেন ও মিনান্দার এর কথোপকথন যে গ্রন্থে লিপিবদ্ধ আছে তা হল?
(A) কিতাব-উল-হিন্দ
(B) সি-ইউ-কি
(C) মিলিন্দপঞ্চহো
(D) মিতাক্ষরা
[WBCS 2019]

Correct Answer: [C] মিলিন্দপঞ্চহো।
Add


0 Comments:

Post a Comment