Wednesday 23 October 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MCQ - এর মাধ্যমে বাংলায় WBCS পরীক্ষার প্রস্তুতি P1


Page 1

1. সিন্ধু সভ্যতা ছিল?
(A) প্রস্ত যুগের
(B) লোহ যুগের
(C) শহুরে
(D) গ্রামীণ
[WBCS - 2013]

Correct Answer: [C] শহুরে।
Explanation: সিন্ধু বা হরপ্পা সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। এর সময়কাল ছিল 2500 - 1750 B.C (খ্রিস্ট পূর্বাব্দ - তাম্র-প্রস্তর / Chalcolithic যুগের ) | এর উল্লেখযোগ্য বন্দর ছিল লোথাল। অনেকে লোথাল কে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলেছেন । এখানে ধান চাষের অস্তিত্ব পাওয়া গেছে। এটি বর্তমান গুজরাট রাজ্যের অংশ ছিল।
Add
2. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ?
(A) কালিবঙ্গান
(B) লোথাল
(C) কোটডিজি
(D) রোপার
[WBCS - 2011]

Correct Answer: [B] লোথাল।
Explanation: সিন্ধু বা হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য প্রত্নতাত্বিকক্ষেত্র গুলি হল হরপ্পা , মহেঞ্জোদারো, কালিবঙ্গান, লোথাল, চানহূদারো ইত্যাদি।
ধানের অস্তিত্ব পাওয়া গেছে: লোথাল (গুজরাট), রংপুর (গুজরাট)
বৃহৎ স্নানাগার: মহেঞ্জদারো (মহেঞ্জদারো কথার অর্থ - 'মৃতের স্তূপ')
বৃহৎ শস্যাগার: হরপ্পা ও মহেঞ্জোদারো
Add
3. কোন শাসক বুদ্ধ ও মহাবীর উভয়ের সমসাময়িক?
(A) চন্দ্রগুপ্ত
(B) বিম্বিসার
(C) অজাতশত্রু
(D) প্রদ্যোত
[WBCS - 2014]

Correct Answer: [C] অজাতশত্রু।
Explanation: গৌতম বুদ্ধ :
জন্ম: 563 B.C. (নেপালের কপিলাবস্তুর নিকট লুম্বিনী গ্রাম)
মহাপরিনির্বান: 483 B.C. (কুশীনগর)
মহাবীর: জন্ম: 618 B.C. মৃত্যু: 546 B.C. / জন্ম: 540 B.C. মৃত্যু: 468 B.C
অজাতশত্রু : মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা বিম্বিসারের পুত্র অজাতশত্রু পিত কে হত্যা করে 493 B.C. তে সিংহাসনে আরোহন করেন। তার উপাধি ছিল কুনিক। তিনি রাজধানী গিরিব্রজ বা রাজগৃহে প্রথম বৌদ্ধ সংগীতের আহ্বান করেন।
Add
4. হরপ্পা লিপির সম্ভাব্য ধরণ ছিল ?
(A) পিক্টোগ্রাফি
(B) সুমেরিও
(C) প্রটো দ্রাবিড়
(D) সংস্কৃত
[WBCS - 2013]

Correct Answer: [A] পিক্টোগ্রাফি।
Explanation: হরপ্পা লিপি Pictographic (চিত্রদ্বারা লিখনপদ্ধতিতে বর্ণস্বরূপ ব্যবহৃত চিত্র)। লিখনশৈলী ছিল বোস্ট্রফেডন যা প্রথম লাইন বামদিক থেকে ডানদিক ও পরের লাইন ডানদিক থেকে বামদিকে লেখা হতো। এই লিপির পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি । এটা মিশরের হায়ারোগ্রাফিক লিপির মতো।
Add
5. সমুদ্রগুপ্ত সম্বন্ধে রচিত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
(A) কলহন
(B) বিলহন
(C) বাণভট্ট
(D) হরিসেন

Correct Answer: [D] হরিসেন।
Explanation: ভি. এ. স্মিত সমুদ্রগুপ্ত কে ভারতের নেপোলিয়ান বলে উল্লেখ করেছেন। প্রথম চন্দ্রগুপ্ত ও লিচ্ছবি রাজকন্যা কুমারদেবীর পুত্র সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামেও পরিচিত। তার সভাকবি ছিলেন হরিসেন যিনি এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করেছেন।
Add


0 Comments:

Post a Comment