Wednesday 23 October 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBPSC Exam Preparation in Bengali P4


Page 4

16. বেদ শব্দের অর্থ হল
(A) জ্ঞান
(B) সত্য
(C) ধর্ম
(D) অপরিবর্তনশীল

Correct Answer: [A] জ্ঞান।
Explanation: বিদ শব্দের অর্থ জ্ঞান। বিদ থেকে বেদের উৎপত্তি হইছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী বেদ মনুষ্য সৃষ্ট নয় তাই বেদকে অপৌরুষেয় বলা হয়। প্রাচীন মুনিঋষিরা শুনে শুনে বংশপরম্পরাই বেদকে মনে রাখতো বলে বেদকে শ্রুতিও বলা হয়।
Add
17. বিক্রমাংক দেবচরিত '-এর লেখক হলেন ?
(A) কলহন
(B) বিলহন
(C) বিশাখদত্ত
(D) শূদ্রক

Correct Answer: [B] বিলহন।
Explanation: পশ্চিম চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যর সভাকবি বিলহান বিক্রমাঙ্কদেবচরিত রচনা করেন।
Add
18. কোন ধর্মগ্রন্থে বুদ্ধের পুনর্জীবনের কাহিনী বর্ণিত আছে ?
(A) বিনয়পিটক
(B) সুত্তপিটক
(C) অভিধর্ম পিটক
(D) জাতক
[WBCS - 2018]

Correct Answer: [D] জাতক।
Add
19. কোন ধাতু সিন্ধু মানুষের কাছে অজানা ছিল?
(A) ব্রোঞ্জ
(B) সোনা
(C) তামা
(D) লোহা
[WBCS - 2013]

Correct Answer: [D] লোহা।
Explanation: মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু ছিল তামা। সিন্ধু সভ্যতা ছিল তাম্রপ্রস্তর (chalcolithic) যুগের সভ্যতা তারা লোহার ব্যবহার জানতো না।
Add
20. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম হল
(A) ইলিয়াড
(B) ওডিসি
(C) ঋকবেদ
(D) জেন্দ- আবেস্তা

Correct Answer: [C] ঋকবেদ।
Explanation: পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ হলো ঋকবেদ। শব্দসংখ্যার নিরিখে একক বৃহত্তম গ্রন্থ হল মহাভারত।
Add


0 Comments:

Post a Comment