Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern History WBCS MCQ in Bengali P23


Page 23

111. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —
(A) চক্রবর্তী রাজাগোপালাচারী
(B) ক্লিমেন্ট এটলি
(C) লর্ড ওয়েভেল
(D) লর্ড মাউন্টব্যাটেন
[WBCS - 2017]

Correct Answer: [D] লর্ড মাউন্টব্যাটেন।
Add
112. স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন
(A) সি. রাজাগোপালাচারি
(B) জে. বি. কৃপালিনী
(C) জওহরলাল নেহেরু
(D) মৌলানা আবুল কালাম আজাদ
[WBCS - 2018]

Correct Answer: [B] জে. বি. কৃপালিনী।
Add
113. স্বরাজ আমাদের জন্মগত অধিকার'— উক্তিটি কার ?
(A) লালা লাজপত রায়
(B) অরবিন্দ ঘোষ
(C) নেতাজি সুভাষচন্দ্র বসু
(D) বালগঙ্গাধর তিলক
[WBCS - 2017]

Correct Answer: [D] বালগঙ্গাধর তিলক।
Add
114. সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল
(A) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি
(B) আজাদ হিন্দ ফৌজ
(C) রেভোলিউশনারি ফ্রন্ট
(D) ফরওয়ার্ড ব্লক
[WBCS - 2018]

Correct Answer: [D] ফরওয়ার্ড ব্লক।
Add
115. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল
(A) গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
(B) মন্টেগু চেমসফোর্ড রিফর্মস
(C) মিন্টো-মরলে রিফর্মস
(D) মাউন্টব্যাটেন পরিকল্পনা
[WBCS - 2019]

Correct Answer: [C] মিন্টো-মরলে রিফর্মস।
Add


0 Comments:

Post a Comment