Monday 24 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBCS MCQ QUESTIONS ON MODERN HISTORY P15


Page 15

71. নিখিল ভারতে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
(A) লালা লাজপত রায়
(B) দেওয়ান চমনলাল
(C) চিত্তরঞ্জন দাশ
(D) সুভাষ চন্দ্র বোস
[WBCS - 2011]

Correct Answer: [A] লালা লাজপত রায়।
Add
72. নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন ?
(A) লর্ড হার্ডিঞ্জ
(B) লর্ড মিন্টো
(C) লর্ড কার্জন
(D) লর্ড চেমসফোর্ড
[WBCS - 2019]

Correct Answer: [A] লর্ড হার্ডিঞ্জ।
Add
73. নিম্নে লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন ?
(A) অ্যানি বেসান্ত
(B) মিরা বেন
(C) সরোজিনী নাইডু
(D) সরলা দেবী চৌধুরানী
[WBCS - 2019]

Correct Answer: [A] অ্যানি বেসান্ত।
Add
74. নিম্নলিখিতদের মধ্যে কে 'নিউ ল্যাম্পস ফর ওল্ড' এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন ?
(A) অরবিন্দ ঘোষ
(B) আর. সি. দত্ত
(C) সৈয়দ আহমেদ খান
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2018]

Correct Answer: [A] অরবিন্দ ঘোষ।
Add
75. নীলদর্পণ' এর রচয়িতা হলেন—
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) দীনবন্ধু মিত্র
(C) গিরিশচন্দ্র ঘোষ
(D) বিপিন চন্দ্র পাল
[WBCS - 2017]

Correct Answer: [B] দীনবন্ধু মিত্র।
Add


0 Comments:

Post a Comment