Monday, 24 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBCS MCQ QUESTIONS ON MODERN HISTORY P15


Page 15

71. নিখিল ভারতে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
(A) লালা লাজপত রায়
(B) দেওয়ান চমনলাল
(C) চিত্তরঞ্জন দাশ
(D) সুভাষ চন্দ্র বোস
[WBCS - 2011]

Correct Answer: [A] লালা লাজপত রায়।
Add
72. নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন ?
(A) লর্ড হার্ডিঞ্জ
(B) লর্ড মিন্টো
(C) লর্ড কার্জন
(D) লর্ড চেমসফোর্ড
[WBCS - 2019]

Correct Answer: [A] লর্ড হার্ডিঞ্জ।
Add
73. নিম্নে লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন ?
(A) অ্যানি বেসান্ত
(B) মিরা বেন
(C) সরোজিনী নাইডু
(D) সরলা দেবী চৌধুরানী
[WBCS - 2019]

Correct Answer: [A] অ্যানি বেসান্ত।
Add
74. নিম্নলিখিতদের মধ্যে কে 'নিউ ল্যাম্পস ফর ওল্ড' এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন ?
(A) অরবিন্দ ঘোষ
(B) আর. সি. দত্ত
(C) সৈয়দ আহমেদ খান
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2018]

Correct Answer: [A] অরবিন্দ ঘোষ।
Add
75. নীলদর্পণ' এর রচয়িতা হলেন—
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) দীনবন্ধু মিত্র
(C) গিরিশচন্দ্র ঘোষ
(D) বিপিন চন্দ্র পাল
[WBCS - 2017]

Correct Answer: [B] দীনবন্ধু মিত্র।
Add


0 Comments:

Post a Comment