Monday 24 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBCS MCQ QUESTION ON MODERN INDAIN HISTORY P14


Page 14

66. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন—
(A) উমেশচন্দ্র ব্যানার্জি
(B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(C) ফিরোজ শাহ মেহতা
(D) এ ও হিউম
[WBCS - 2017]

Correct Answer: [A] উমেশচন্দ্র ব্যানার্জি।
Add
67. জালিয়ানওয়ালাবাগ -এর হত্যাকান্ড কবে এবং কোথায় হয়েছিল ?
(A) 1906, অমৃতসর
(B) 1906, লাহোর
(C) 1919, করাচি
(D) 1919, অমৃতসর
[WBCS - 2017]

Correct Answer: [D] 1919, অমৃতসর।
Add
68. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়
(A) অমৃতসর-এ
(B) দিল্লি-তে
(C) জলন্ধর-এ
(D) লাহোর-এ
[WBCS - 2019]

Correct Answer: [A] অমৃতসর-এ।
Add
69. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল ?
(A) 1908
(B) 1909
(C) 1918
(D) 1919
[WBCS - 2011]

Correct Answer: [D] 1919।
Add
70. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?
(A) এইচ এল ভি ডিরোজিও
(B) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) কেশবচন্দ্র সেন
(D) রাজা রামমোহন রায়
[WBCS - 2016]

Correct Answer: [D] রাজা রামমোহন রায়।
Add


0 Comments:

Post a Comment