Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General Knowledge of Indian Economy in Bengali MCQ and Short Note P5


Page 5

21. কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় ?
(A) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
(B) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
(C) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
(D) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[WBCS - 2015]

Correct Answer: [B] তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
Add
22. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়
(A) 1947 সালে
(B) 1950 সালে
(C) 1951 সালে
(D) 1955 সালে
[WBCS - 2015]

Correct Answer: [C] 1951 সালে।
Add
23. ভারতের এক টাকার কাগজী মুদ্রার যোগান দেয়
(A) ভারত সরকারের অর্থ মন্ত্রক
(B) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
(C) ভারতীয় স্টেট ব্যাঙ্ক
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2015]

Correct Answer: [A] ভারত সরকারের অর্থ মন্ত্রক।
Add
24. ভারতবর্ষে টাকাকড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন
(A) ভারত সরকার
(B) ভারতীয় রিজার্ভ ব্যাংক
(C) ভারতীয় স্টেট ব্যাংক
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2015]

Correct Answer: [B] ভারতীয় রিজার্ভ ব্যাংক।
Add
25. অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন ?
(A) বিপিনচন্দ্র পাল
(B) গোখলে
(C) আর সি দত্ত
(D) এম এম মালব্য
[WBCS - 2016]

Correct Answer: [C] আর সি দত্ত।
Add


0 Comments:

Post a Comment