Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General Knowledge of Modern Indian History P41


Page 41

201. জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কত সালে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় ?
(A) 1907 সালে
(B) 1911 সালে
(C) 1916 সালে
(D) 1919 সালে
[WBCS - 2017]

Correct Answer: [C] 1916 সালে।
Add
202. জাতীয়তাবাদী সংগঠন 'পুনা সার্বজনীক সভা' প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হলো —
(A) 1870
(B) 1885
(C) 1890
(D) 1900
[WBCS - 2017]

Correct Answer: [A] 1870।
Add
203. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল ?
(A) কম্যুনাল আওয়ার্ড
(B) সাইমন কমিশনের আগমন
(C) অসহযোগ আন্দোলন
(D) Rowlatt আইন প্রণয়ন
[WBCS - 2019]

Correct Answer: [D] Rowlatt আইন প্রণয়ন।
Add
204. ডান্ডি মার্চ -এর সঙ্গে শুরু হয় —
(A) হোমরুল আন্দোলন
(B) অসহযোগ আন্দোলন
(C) আইন অমান্য আন্দোলন
(D) ভারতছাড়ো আন্দোলন
[WBCS - 2016]

Correct Answer: [C] আইন অমান্য আন্দোলন।
Add
205. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন
(A) দেবেন্দ্রনাথ ঠাকুর
(B) শিবনাথ শাস্ত্রী
(C) কেশবচন্দ্র সেন
(D) রাজা রামমোহন রায়
[WBCS - 2015]

Correct Answer: [A] দেবেন্দ্রনাথ ঠাকুর।
Add


0 Comments:

Post a Comment