Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General Study in Bengali of Indian Geography P41


Page 41

201. ডলফিন নোজ' গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে
(A) পর্যটন কেন্দ্র
(B) পুরাতাত্ত্বিক কেন্দ্র
(C) জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল
(D) বন্দরের মাল পারাপারের জন্য রোপওয়ে
[WBCS - 2018]

Correct Answer: [C] জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল।
Add
202. ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে
(A) জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড় -এ
(B) বিহারের পূর্ণিয়া জেলায়
(C) রাজস্থানের জয়্সালমির অঞ্চল -এ
(D) কর্ণাটকের মাইশোর পাহাড় -এ
[WBCS - 2018]

Correct Answer: [A] জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড় -এ।
Add
203. রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত ।
(A) গুজরাট সমভূমি
(B) আরাবল্লির পশ্চিম পাদদেশ
(C) উত্তর প্রদেশের উত্তরাঞ্চল
(D) বিহার
[WBCS - 2018]

Correct Answer: [No Input] ।
Add
204. ভারত ও মায়্নামারের মধ্যে —— পর্বতশ্রেণি অবস্থিত
(A) লুসাই
(B) নামচা বারোয়া
(C) খাসি
(D) তুরা
[WBCS - 2018]

Correct Answer: [A] লুসাই।
Add
205. জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে -—
(A) জাতীয় সড়ক - 35
(B) জাতীয় সড়ক - 02
(C) জাতীয় সড়ক - 06
(D) জাতীয় সড়ক - 32
[WBCS - 2018]

Correct Answer: [A] জাতীয় সড়ক - 35।
Add


0 Comments:

Post a Comment