Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Geography MCQ For WBPSC, WBCS, WBP, WBHRB, Group D, Food Supply Exam P13


Page 13

61. নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি ?
(A) রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান
(B) লোকসভার ডেপুটি স্পিকার
(C) রাজ্য আইনসভারডেপুটি স্পিকার
(D) ডেপুটি প্রাইম মিনিস্টার
[WBCS - 2018]

Correct Answer: [D] ডেপুটি প্রাইম মিনিস্টার।
Add
62. Ombudsman প্রতিষ্ঠান -এর সূত্রপাত হয়
(A) ডেনমার্ক -এ
(B) সুইৎজারল্যান্ড -
(C) সুইডেন -এ
(D) ফ্রান্স -এ
[WBCS - 2018]

Correct Answer: [C] সুইডেন -এ।
Add
63. সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
(A) 5
(B) 73
(C) 74
(D) 76
[WBCS - 2018]

Correct Answer: [B] 73।
Add
64. আইন-শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত ?
(A) যৌথ তালিক
(B) রাজ্য তালিকা
(C) কেন্দ্র তালিকা
(D) এর কোনোটিই নয়
[WBCS - 2017]

Correct Answer: [B] রাজ্য তালিকা।
Add
65. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?
(A) স্যার স্ট্যাফোর্ড ক্রিপ
(B) লর্ড ওয়াভেল
(C) স্যার পেথিক লরেন্
(D) এ ভি আলেকজান্ডার
[WBCS - 2016]

Correct Answer: [B] লর্ড ওয়াভেল।
Add

0 Comments:

Post a Comment