Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ of Indian Economy For Govt Job in Bengali P19


Page 19

91. ভারতীয় জনগণনা অনুযায়ী ‘মৌজা’ হল
(A) Community Development Block
(B) খাজনা গ্রাম (Revenue Village)
(C) ছোট থানা
(D) উপরোক্ত কোনটিই নয়
[WBCS - 2015]

Correct Answer: [No Input] ।
Add
92. ভারতের EXIM ব্যাংক কাজ করে
(A) ভারতের চাষীদের জন্য
(B) ভারতের শিল্প শ্রমিকদের জন্য
(C) ভারতের আমদানি-রপ্তানীর জন্য
(D) ভারতের সংসদ-সদস্যদের জন্য
[WBCS - 2015]

Correct Answer: [C] ভারতের আমদানি-রপ্তানীর জন্য।
Add
93. শিল্পের অবস্থান সংক্রান্ত মডেলটিতে ওয়েবার ব্যবহার করেছেন —
(A) Isogons
(B) Isophenes
(C) Isodapanes
(D) Isotachs
[WBCS - 2016]

Correct Answer: [No Input] ।
Add
94. পাবলিক অ্যাডমিনিষ্ট্রেশন -এর জন্য ব্যয় বিভাগ পড়ে
(A) পরিকল্পনা খাটে ব্যয়
(B) পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়
(C) লাভজনক খাতে ব্যয়
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2018]

Correct Answer: [No Input] ।
Add
95. Fiscal ঘাটতি হয়
(A) রেভেনিউ রিসিপ্ট + ক্যাপিটাল রিসিপ্ট (Only recoveries of loans and other receipts) - মোট ব্যয়
(B) বাজেট ঘাটতি + সরকারের বাজার থেকে ঋণ এবং দায়
(C) প্রাথমিক ঘাটতি + সুদ প্রদান
(D) উপরের সব গুলিই
[WBCS - 2018]

Correct Answer: [D] উপরের সব গুলিই।
Add


0 Comments:

Post a Comment