Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Economy in Bengali For WBPSC Exam P9


Page 9

41. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :
(A) হাওড়া
(B) উত্তর ২৪ পরগণা
(C) পাটনা
(D) এন. সি. আর
[WBCS - 2018]

Correct Answer: [B] উত্তর ২৪ পরগণা।
Add
42. অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও
(A) 4 জন সদস্য নিয়ে
(B) 5জন সদস্য নিয়ে
(C) 6জন সদস্য নিয়ে
(D) 7 জন সদস্য নিয়ে
[WBCS - 2018]

Correct Answer: [A] 4 জন সদস্য নিয়ে।
Add
43. পাইকারী মূল্যসূচকের হিসাবে নিম্নোক্ত কোন বছরটি বর্তমানে ভিত্তি বছর হিসাবে ধরা হয়ে থাকে ?
(A) 1990-91
(B) 1991-92
(C) 1992-93
(D) 1993-94
[WBCS - 2011]

Correct Answer: [D] 1993-94।
Add
44. ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমাপে বৃহত্তম অবদান আসে
(A) ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদি থেকে
(B) সফটওয়ার পরিষেবা থেকে
(C) রত্ন ও অলংকারাদি থেকে
(D) তৈয়ারী বস্ত্রসামগ্রী থেকে
[WBCS - 2011]

Correct Answer: [B] সফটওয়ার পরিষেবা থেকে।
Add
45. ফিসক্যাল রেসপনসিবিলিটি ও বাজেট ম্যানেজমেন্ট আইন যে বিষয় / বিষয়গুলির উপর প্রযোজ্য তা হল বাজেটের
(A) শুধু রেভিনিউ ঘাটতি
(B) শুধু ফিসক্যাল ঘাটতি
(C) ফিসক্যাল ও রেভিনিউ ঘাটতি , উভয়েই
(D) শুধু রাজ্যগুলির বাজেটের ফিসক্যাল ঘাটতি
[WBCS - 2011]

Correct Answer: [B] শুধু ফিসক্যাল ঘাটতি।
Add


0 Comments:

Post a Comment