Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian History Objective Questions and Answers PDF in Bengali P21


Page 21

101. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?
(A) জুলাই, 1947
(B) জুন, 1946
(C) আগস্ট, 1947
(D) আগস্ট, 1946
[WBCS - 2017]

Correct Answer: [A] জুলাই, 1947।
Add
102. ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্যসেন জড়িত ছিলেন ?
(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
(B) কাকোরী ষড়যন্ত্র মামলা
(C) আইন অমান্য আন্দোলন
(D) হোমরুল আন্দোলন
[WBCS - 2019]

Correct Answer: [A] চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।
Add
103. মারাঠা ' পত্রিকা প্রকাশিত করেছিল?
(A) বি জি তিলক
(B) এম.জি. রানাডে।
(C) সাভারকার
(D) দেশমুখ

Correct Answer: [A] বি জি তিলক।
Add
104. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(A) হোমরুল লীগ ও মুসলিম লীগ
(B) স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
(C) মুসলিম লীগ ও ভারত সভা
(D) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
[WBCS - 2015]

Correct Answer: [D] ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ।
Add
105. লাইফ ডিভাইন কে লিখেছেন?
(A) আরবীন্দ ঘোষ
(B) বোন নিবেদিতা।
(C) স্বামী বিবেকানন্দ
(D) কেশবচন্দ্র সেন

Correct Answer: [A] আরবীন্দ ঘোষ।
Add


0 Comments:

Post a Comment