Thursday, 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian History Objective Questions and Answers PDF in Bengali P21


Page 21

101. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?
(A) জুলাই, 1947
(B) জুন, 1946
(C) আগস্ট, 1947
(D) আগস্ট, 1946
[WBCS - 2017]

Correct Answer: [A] জুলাই, 1947।
Add
102. ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্যসেন জড়িত ছিলেন ?
(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
(B) কাকোরী ষড়যন্ত্র মামলা
(C) আইন অমান্য আন্দোলন
(D) হোমরুল আন্দোলন
[WBCS - 2019]

Correct Answer: [A] চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।
Add
103. মারাঠা ' পত্রিকা প্রকাশিত করেছিল?
(A) বি জি তিলক
(B) এম.জি. রানাডে।
(C) সাভারকার
(D) দেশমুখ

Correct Answer: [A] বি জি তিলক।
Add
104. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(A) হোমরুল লীগ ও মুসলিম লীগ
(B) স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
(C) মুসলিম লীগ ও ভারত সভা
(D) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
[WBCS - 2015]

Correct Answer: [D] ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ।
Add
105. লাইফ ডিভাইন কে লিখেছেন?
(A) আরবীন্দ ঘোষ
(B) বোন নিবেদিতা।
(C) স্বামী বিবেকানন্দ
(D) কেশবচন্দ্র সেন

Correct Answer: [A] আরবীন্দ ঘোষ।
Add


0 Comments:

Post a Comment