Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Short Question of History in Bengali MCQ Practice Sets P20


Page 20

96. ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
(A) 1883
(B) 1885
(C) 1891
(D) 1905
[WBCS - 2017]

Correct Answer: [B] 1885।
Add
97. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
(A) দাদাভাই নৌরজী
(B) বদরুদ্দিন তায়েরজী
(C) ডব্লিউ সি. ব্যানার্জি
(D) ফিরোজশা মেহতা
[WBCS - 2011]

Correct Answer: [A] দাদাভাই নৌরজী।
Add
98. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে ?
(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(B) উমেশ চন্দ্র ব্যানার্জি
(C) অরবিন্দ ঘোষ
(D) বিপিন চন্দ্র পাল
[WBCS - 2019]

Correct Answer: [B] উমেশ চন্দ্র ব্যানার্জি।
Add
99. ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন?
(A) ডব্ল্যু. সি. ব্যানার্জী
(B) এস.এন. ব্যানার্জী
(C) এ.ও. হিউম
(D) মহাত্মা গান্ধি
[WBCS - 2012]

Correct Answer: [C] এ.ও. হিউম।
Add
100. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
(A) অ্যানি বেসন্ত
(B) বিজয়লক্ষ্মী পণ্ডিত
(C) সরোজিনী নাইডু
(D) অরুণা আসফ আলি
[WBCS - 2015]

Correct Answer: [A] অ্যানি বেসন্ত।
Add


0 Comments:

Post a Comment