Thursday, 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern Indian History MCQ General Knowledge P35


Page 35

171. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন ?
(A) আসফ আলি
(B) জওহরলাল নেহেরু
(C) তেজ বাহাদুর সপ্রু
(D) রাজেন্দ্র প্রাসাদ
[WBCS - 2018]

Correct Answer: [B] জওহরলাল নেহেরু।
Add
172. কংগ্রেস সমাজতান্ত্রিক দল (Congress Socialist Party) কখন গঠিত হয়েছিল?
(A) 1922
(B) 1934
(C) 1936
(D) 1939

Correct Answer: [B] 1934।
Add
173. কার উদ্যোগে Mohammedan Literacy Society প্রতিষ্ঠিত হয়েছিল
(A) সাঈদ আমির আলী
(B) স্যার সৈয়দ আহমেদ খান।
(C) আব্দুল লতিফ
(D) এটম খান

Correct Answer: [C] আব্দুল লতিফ।
Add
174. কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় ?
(A) মহম্মদ আলি জিন্না
(B) ড. জাকির হুসেন
(C) ফকরুদ্দিন আলি আহমেদ
(D) আলি ভাইয়েরা
[WBCS - 2019]

Correct Answer: [D] আলি ভাইয়েরা।
Add
175. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয় ?
(A) মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
(B) জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
(C) হিন্দু মহাসভা (3 জুন, 1942)
(D) ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)
[WBCS - 2017]

Correct Answer: [A] মুসলিম লীগ (16 আগস্ট, 1946)।
Add


0 Comments:

Post a Comment