Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Best MCQ on Modern Indian History in Bengali P36


Page 36

176. কে ‘স্বরাজ্য দলের’ প্রথম সভাপতি ছিলেন ?
(A) মতিলাল নেহরু
(B) চিত্তরঞ্জন দাশ
(C) রাজেন্দ্র প্রসাদ
(D) রাজা গোপালাচারী
[WBCS - 2015]

Correct Answer: [B] চিত্তরঞ্জন দাশ।
Add
177. কে অ্যাংলো মোহামেডান কলেজ প্রতিষ্ঠা করেন?
(A) সৈয়দ আহমেদ খান
(B) নওয়াব সালেম উল্লাহ।
(C) ফজলুল হগ
(D) মো: আলী জিন্নাহ

Correct Answer: [A] সৈয়দ আহমেদ খান।
Add
178. কে 'অনুশীলন সমিতি' সংগঠিত করেছিলেন ?
(A) যতীন দাশ
(B) বটুকেশ্বর দত্ত
(C) পি মিত্র
(D) অশ্বিনী কুমার দত্ত
[WBCS - 2016]

Correct Answer: [C] পি মিত্র।
Add
179. কে বাংলায় দ্বৈত শাসন বিলুপ্ত করেছে?
(A) ক্লাইভ
(B) হলওয়েল
(C) ওয়ারেন হেস্টিংস
(D) করভালিস

Correct Answer: [C] ওয়ারেন হেস্টিংস।
Add
180. কে ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না ?
(A) দেবেন্দ্রনাথ ঠাকুর
(B) কেশব চন্দ্র সেন
(C) অক্ষয় কুমার দত্ত
(D) স্বামী বিবেকানন্দ

Correct Answer: [D] স্বামী বিবেকানন্দ।
Add


0 Comments:

Post a Comment