Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Online Preparation For Govt Exam in Bengali P53


Page 53

261. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) অরবিন্দ ঘোষ
(B) বারীন ঘোষ
(C) ব্যারিস্টার প্রমথনাথ মিত্র
(D) চিত্তরঞ্জন দাস
[WBCS - 2012]

Correct Answer: [C] ব্যারিস্টার প্রমথনাথ মিত্র।
Add
262. ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান কে দিয়েছিল ?
(A) সুভাষ চন্দ্র বসু
(B) ভগৎ সিং
(C) স্যার মহম্মদ ইকবাল
(D) লালা লাজপৎ রায় ।
[WBCS - 2011]

Correct Answer: [B] ভগৎ সিং।
Add
263. ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন ?
(A) রাজা রামমোহন
(B) এল.ভি. ডিরোজিও
(C) দেবেন্দ্রনাথ ঠাকুর
(D) ডেভিড হেয়ার।
[WBCS - 2011]

Correct Answer: [B] এল.ভি. ডিরোজিও।
Add
264. কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
(A) রাজাগোপালাচারী
(B) শরৎ বসু
(C) মতিলাল নেহরু
(D) শ্যামাপ্রসাদ মুখার্জী
[WBCS - 2013]

Correct Answer: [C] মতিলাল নেহরু।
Add
265. কোন জায়গায় মহাত্মা গান্ধি ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেন ?
(A) বরদোলি
(B) ডান্ডী
(C) চৌরিচৌরা
(D) চম্পারণ
[WBCS - 2012]

Correct Answer: [B] ডান্ডী।
Add


0 Comments:

Post a Comment