Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

History MCQ For Govt Exam in West Bengal Practice Set P52


Page 52

256. অমৃত বাজার পত্রিকা ' কে প্রতিষ্ঠিা করেন ?
(A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(B) বারীন্দ্র ঘোষ
(C) কৃষ্ণ কুমার মিত্র
(D) শিশির কুমার মিত্র
[WBCS - 2011]

Correct Answer: [D] শিশির কুমার মিত্র।
Add
257. নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ ।' —এই মন্তব্যটি কে করেছিলেন ?
(A) মৌলানা আজাদ
(B) মহাত্মা গান্ধি
(C) স্যার মহম্মদ ইকবাল
(D) আব্দুল গফফর খান
[WBCS - 2019]

Correct Answer: [C] স্যার মহম্মদ ইকবাল।
Add
258. 1940 এ মুসলিম লিগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
(A) করাচী
(B) সিন্ধু
(C) লাহোর
(D) পাটনা
[WBCS - 2013]

Correct Answer: [C] লাহোর।
Add
259. 1942 -এ কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরী হয় ?
(A) তমলুক
(B) কাঁথি
(C) কটক
(D) পুরী
[WBCS - 2013]

Correct Answer: [A] তমলুক।
Add
260. অধীনতামূলক মিত্রতা' নীতি কে প্রবর্তন করেছিলেন ?
(A) ডালহৌসি
(B) ক্যানিং
(C) ওয়েলেসলি
(D) ওয়ারেন হেস্টিংস ।
[WBCS - 2011]

Correct Answer: [C] ওয়েলেসলি।
Add


0 Comments:

Post a Comment