Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Polity MCQ for SSC CGL, State PSCs, Rail, Police Exam P23


Page 23

111. 'সার্বভৌম' শব্দটির কোন অর্থটি সঠিক ?
(A) বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত
(B) আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত
(C) সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্
(D) কোন আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত
[WBCS - 2012]

Correct Answer: [D] কোন আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত।
Add
112. "হেবিয়াস কর্পাস" শব্দটির সঠিক ব্যঞ্জনা —
(A) কোন ব্যক্তিকে জেলের ভিতর আটকে রাখ
(B) কোন ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা
(C) কোন ব্যক্তিকে অপসারণ করা
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [B] কোন ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা।
Add
113. নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোনো রাজ্যে সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারী করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে ?
(A) এ.কে. গোপালন বনাম ভারত সরকা
(B) এস.আর. বোম্বাই বনাম ভারত সরকার (কর্ণাটক রাজ সম্পর্কে)
(C) কাবেরী জল বন্টন সম্পর্কিত দুই দক্ষিণী রাজ্যের মামলা
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [B] এস.আর. বোম্বাই বনাম ভারত সরকার (কর্ণাটক রাজ সম্পর্কে)।
Add
114. 'ওমবাডসম্যান ইনস্টিটিউশন' প্রথম প্রচলিত হয়—
(A) ডেনমার্ক
(B) সুইজারল্যান্
(C) সুইডেন
(D) ফ্রান্স
[WBCS - 2012]

Correct Answer: [C] সুইডেন।
Add
115. নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন —এটি একটি
(A) রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি
(B) শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা
(C) মৌলিক অধিকার
(D) উপরের কোনটিই নয় ।
[WBCS - 2011]

Correct Answer: [C] মৌলিক অধিকার।
Add

0 Comments:

Post a Comment