Saturday 22 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

INDIAN HISTORY FOR WBCS, TET, GROUP D EXAM P7


Page 7

31. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন——
(A) জে.এল. নেহরু
(B) সর্দার প্যাটেল
(C) জে.বি. কৃপালিনি
(D) আবুল কালাম আজাদ ।
[WBCS - 2011]

Correct Answer: [C] জে.বি. কৃপালিনি।
Add
32. ভারতের স্বাধীনতাপ্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
(A) র‍্যামসে ম্যাকডোনাল্ড
(B) ক্লেমেন্ট এ্যাটলি
(C) লয়েড জর্জ
(D) উইনস্টন চার্চিল
[WBCS - 2012]

Correct Answer: [B] ক্লেমেন্ট এ্যাটলি।
Add
33. মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয়গদর পার্টিকে প্রতিষ্ঠা করেন ?
(A) লালা হরদয়াল
(B) অজিত সিং
(C) লালা লাজপৎ রায়
(D) পি. মিত্র
[WBCS - 2012]

Correct Answer: [A] লালা হরদয়াল।
Add
34. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন ?
(A) মহঃ ইকবাল
(B) ভগৎ সিং
(C) সুভাষচন্দ্র বসু
(D) লালা লাজপৎ রায়
[WBCS - 2015]

Correct Answer: [B] ভগৎ সিং।
Add
35. ‘তিতুমির’ কে ছিলেন ?
(A) ওয়াহাবী আন্দোলন
(B) ফরাজী আন্দোলন
(C) সিপাহী বিদ্রোহ
(D) নীল বিদ্রোহ –এর নেতা
[WBCS - 2015]

Correct Answer: [A] ওয়াহাবী আন্দোলন।
Add


0 Comments:

Post a Comment