Thursday 24 October 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General Knowledge in Bengali MCQ and Short Note P10


Page 10

46. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?  
(A) চীন    
(B)   ইরান     
(C)   রাশিয়া    
(D)   সুমের
[WBCS - 2017]

Correct Answer: [D]   সুমের।
Add
47. ভারত-ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির (যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ   
(A) মৌর্য যুগ     
(B) গুপ্ত যুগ     
(C)   পাল যুগ     
(D)   দিল্লি সুলতানি

Correct Answer: [B] গুপ্ত যুগ     ।
Add
48. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?       
(A) পাল    
(B)   পল্লব    
(C) প্রতিহার     
(D) চালুক্য  ।

Correct Answer: [A] পাল    ।
Add
49. ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?       
(A) ভারুত    
(B) সাঁচি    
(C) বুদ্ধগয়া   
(D) সারনাথ  ।

Correct Answer: [B] সাঁচি    ।
Add
50. নাসিক প্রশস্তি' (শিলালিপি) কে প্রচার করেছিলেন ?        
(A) গৌতমীপুত্র সাতকর্ণী    
(B) সমুদ্রগুপ্ত   
(C)   হর্ষবর্ধন   
(D) ধর্মপাল  ।

Correct Answer: [A] গৌতমীপুত্র সাতকর্ণী    ।
Add


0 Comments:

Post a Comment