Thursday, 24 October 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General Knowledge in Bengali MCQ and Short Note P10


Page 10

46. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?  
(A) চীন    
(B)   ইরান     
(C)   রাশিয়া    
(D)   সুমের
[WBCS - 2017]

Correct Answer: [D]   সুমের।
Add
47. ভারত-ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির (যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ   
(A) মৌর্য যুগ     
(B) গুপ্ত যুগ     
(C)   পাল যুগ     
(D)   দিল্লি সুলতানি

Correct Answer: [B] গুপ্ত যুগ     ।
Add
48. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?       
(A) পাল    
(B)   পল্লব    
(C) প্রতিহার     
(D) চালুক্য  ।

Correct Answer: [A] পাল    ।
Add
49. ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?       
(A) ভারুত    
(B) সাঁচি    
(C) বুদ্ধগয়া   
(D) সারনাথ  ।

Correct Answer: [B] সাঁচি    ।
Add
50. নাসিক প্রশস্তি' (শিলালিপি) কে প্রচার করেছিলেন ?        
(A) গৌতমীপুত্র সাতকর্ণী    
(B) সমুদ্রগুপ্ত   
(C)   হর্ষবর্ধন   
(D) ধর্মপাল  ।

Correct Answer: [A] গৌতমীপুত্র সাতকর্ণী    ।
Add


0 Comments:

Post a Comment